শিরোনাম
টাঙ্গাইল, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"স্লোগানে টাঙ্গাইলের বাসাইলে আজ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১টায় পিঠা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকলিমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লি হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মামুন আল জাহাঙ্গীর, জেলা জামায়াতে ইসলামির এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ ।
মেলায় মোট ২০টি স্টল অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে পিঠা মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট ও সম্মানা প্রদান করা হয়।