শিরোনাম
মেহেরপুর, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সন্ত্রাস বিরোধী আইনে মেহেরপুরে দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলের তিন দিন করে এবং ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের দুই দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে আজ মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শারমিন নাহার এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট কামরুল হাসান বাসস'কে জানান, ‘৫ আগষ্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে তাদের তিন জনের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।’
মামলার সূত্র থেকে জানা যায়, সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
ওই মামলার প্রধান আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ২৯ জানুয়ারি রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর নিয়ে আসা হয় ফরহাদ হোসেনকে। এর আগে বিগত ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে হত্যা মামলায় গ্রেফতার করে র্যাব। তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েকটি মামলা ছাড়াও মেহেরপুরেও একাধিক মামলা আছে।
বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার দুটি মামলায় ফরহাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে গত ৩০ জানুয়ারি দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছিলেন আদালত। ২ দিনের রিমান্ড শেষ আজ আদালতে তোলা হলে আদালত আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।