শিরোনাম
ঝালকাঠি ,৩ ফেব্রুয়ারি ,২০২৫ (বাসস)। এসো দেশ বদলাই, পৃথীবি বদলাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আজ তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল চারটায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের আয়োজনে উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এতে চিতই, পুলি, ভাপাসহ গ্রামীণ ঐতিহ্যের হরেক রকমের পিঠার পসরা নিয়ে বসে উৎসবে অংশ গ্রহণকারীরা। জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. কাওছার হোসেনসহ অন্যরা পিঠার স্টল ঘুরে দেখেন। জেলার বিভিন্ন স্থান থেকে আসা উদ্যোক্তাদের ১০ টি স্টল পিঠা উৎসবে অংশ নেয়। এছাড়াও বইমেলা, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।