শিরোনাম
টাঙ্গাইল, ৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে সাদাছড়ি ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের তালতলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সাদাছড়ি ও হুইল চেয়ার বিতরণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলায় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুব উল আলম খাসনবীশ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুরে আলম তাহমিদ, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ৩০ জন ব্যক্তিকে হুইলচেয়ার এবং ৫ জনকে সাদাছড়ি প্রদান করা হয়।