শিরোনাম
বাগেরহাট, ৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলার কচুয়া উপজেলায় আজ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পাঁচদিন ব্যাপী বইমেলা শেষ হয়েছে।
আজ মঙ্গলবার বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, কচুয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সমীর বরন পাইক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রায়হান হোসেন প্রমুখ।
বই মেলা উপলক্ষে প্রতিদিন বিকাল ৪ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।