বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০০

এমআইএস সিস্টেমের মাধ্যমে দারিদ্র্যতা থেকে পরিত্রাণ সম্ভব:  সমাজকল্যাণ উপদেষ্টা

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : পিআইডি

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ভবিষ্যতের করণীয় বিষয় ক্যাশ প্লাসসহ এমআইএস সিস্টেমের মাধ্যমে নিবিড় পরিবীক্ষণ দ্বারা দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্যতা থেকে পরিত্রাণ সম্ভব।

আজ মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘কনসালটিভ ওয়ার্কশপ দি ফিউচার অব সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ: টকিং স্টক অব কি ইনোভেশনস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি (আইএনএসএস) দ্বারা পরিচালিত সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ ও শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি করছে। মহিলাদের আত্মনির্ভরশীল করতে এবং তাদের নিরাপত্তা, শিক্ষা ও সুস্থ রাখতে রাষ্ট্রের দায়িত্ব আছে। বয়স্কদের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব আছে।

তিনি আরও বলেন, অঙ্গহীন স্বাবলম্বী, সবল যারা, তরুণ যুব ও মহিলা দরিদ্র যারা সুস্থ আছেন তাদের সকলকে ভাতা ভিত্তিক না করে তাদের অর্থনৈতিক সক্ষমতার জায়গায় নিয়ে আসা দরকার। এ লক্ষ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

তিনি এ বিষয়ে সহায়তায় বিশ্বব্যাংক এবং অন্যান্য অংশীজনদের এগিয়ে আসার আহ্বান জানান।

এস মুরশিদ আরো বলেন, সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে অর্থের জায়গাটা কিন্তু বিষয় নয়, বিষয়টা হচ্ছে পরিকল্পনার বিষয় এবং কৌশলগত দিক থেকে একটা পরিবর্তন আনা।

বিদ্যমান উদ্ভাবনী ক্যাশ প্লাস প্রোগ্রামগুলোর নকশাকে শক্তিশালী করার জন্য একটি রোডম্যাপ তৈরি করুন এবং বিশ্বব্যাপী প্রমাণ এবং এই অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে আর্থিকভাবে স্কেল-আপ পরিকল্পনাগুলোকে সংহতকরণে ডেটা এবং উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করা এই সিস্টেমগুলোর কেন্দ্রীয় বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ শ্রায়ানা ভট্টাচার্য, অর্থ বিভাগের যুগ্মসচিব আবুল বাশার মো. আমির উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।