শিরোনাম
হবিগঞ্জ, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার মিরপুর শ্রীমঙ্গল পুরাতন মহাসড়কে পিকআপর চাপায় অটোরিকশা চালক মোঃ মোরশেদ মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন।মৃত ব্যক্তি বাহুবল থানার শাহাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ।
মঙ্গলবার বেলা ১১টায় এদুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর হাইওয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোঃ মোরশেদ মিয়া নিজ বাড়ী শাহাপুর থেকে অটোরিকশা নিয়ে মিরপুর টু শ্রীমঙ্গল মহাসড়কে আসেন। এসময় একটি অজ্ঞাতনামা পিকআপ অটো রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোরশেদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হবিগঞ্জ সদর থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে।
দুর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।