শিরোনাম
সুনামগঞ্জ, ৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ ‘নিরাপদ ও পুষ্টিকর খাদ্য হোক সবার জন্য ’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ টায় সদরের শহরতলীর হাছন নগরের আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন ক্যাবের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, স্যানেটারি ইনপেক্টর শেখর পাল, জেলা ক্যাবের সভাপতি নাসিরুল হক আফিন্দী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।
এ ক্যাম্পেইনে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।