বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪০

শান্ত বাংলাদেশকে অশান্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে : জামায়াত নেতা শাহজাহান

‘২য় স্বাধীনতার শহিদ যারা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহান। ছবি : বাসস

চট্টগ্রাম, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শান্ত বাংলাদেশকে অশান্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। সেজন্য চট্টগ্রামসহ সারাদেশে কোটি কোটি টাকা খরচ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, স্বৈরাচারি, দেশ বিনাশী শক্তি যদি আবারও মাথা ছাড়া দিয়ে উঠতে পারে, আপনারা জাতির কাছে জবাব দিতে পারবেন না।

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই শহিদ স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জুলাই বিপ্লবের শহিদদের স্মরণিকা স্মারক ‘২য় স্বাধীনতার শহিদ যারা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, সাবেক চট্টগ্রাম উত্তরজেলা আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। দেশের দামাল ছেলেরা গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আবারও বাংলাদেশের মানুষের হাতে তুলে দিয়েছে। ৫৪ বছরের বাংলাদেশে আমরা যা দেখেছি সেটির স্বাক্ষী আমরা নিজেরাই। যে লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমরা সেই লক্ষ্যে দেশ গঠন করতে পারিনি। স্বাধীনতার চেতনাকে কাজে লাগিয়ে, ইতিহাস বিকৃতি থেকে শুরু করে সবকিছু করেছে আওয়ামী লীগ। জুলাই গণবিপ্লবের স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে শুরু করেছি। জাতি স্বাধীন নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে।

তিনি বলেন, হাজারো শহিদ ও হাজার হাজার আহত পঙ্গুত্ববরণকারী এই সকল মানুষকে যারা হত্যা, অবিচার, নির্যাতন করেছে তার মূলত অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ। এসব মাস্টারমাইন্ডদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বে যদি অন্য কোনো বিচার শেষ করা সম্ভব নাও হয় অন্তত এই মাস্টারমাইন্ডদের বিচারকার্য শেষ করে জাতীয় নির্বাচন হওয়া উচিত। তাহলে বাংলাদেশের মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ১৬ বছর ধরে যত হত্যা, গুম, নৈরাজ্য হয়েছে এর জন্য এক নম্বর দায়ী শেখ হাসিনা। দেশের অশান্তির জন্য দায়ী আওয়ামী লীগ। সাধারণ নির্বাচনের আগে এই সমস্ত ফ্যাসিস্টদের বিচার করতে হবে।

শহিদদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো.ফয়সাল আহমদ শান্তর বাবা মো. জাকির হোসেন, মোহাম্মদ ফারুকের স্ত্রী সিমা বেগম, ইঞ্জিনিয়ার ওমর বিন আবছারের মা রুবি আকতার, মো. ইশমামের বড়ভাই মুহিবুল হক, মো. মাহিন প্রকাশ সাইমনের অভিভাবক রহিমা বেগম, মো. ইউছুপ প্রকাশ জুনাইদের স্ত্রী সাজেদা বেগম ও এডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান অতিথিবৃন্দ ও শহিদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে জুলাই বিপ্লবের শহিদদের তথ্য সম্বলিত ‘২য় স্বাধীনতার শহিদ যারা’ শীর্ষক স্মরণিকা স্মারকের মোড়ক উন্মোচন করেন।