বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮

সিংগাইর উপজেলার সাবেক চেয়ারম্যান হান্নান গ্রেফতার

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান ওরফে হান্নানকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২৩/বি একটি বাড়ি থেকে মিরপুর বিভাগের গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ৬০ বছর বয়সী হান্নানকে গ্রেফতার করে বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরে তারা বাংলা মোটরের প্ল্যানারস টাওয়ারের ১৪ তলায় তার নিজস্ব কার্যালয় থেকে ৯৫ রাউন্ড গুলিসহ একটি ব্রাজিলের তৈরি আধুনিক এনপিবি রিভলবার এবং ৮০ রাউন্ড গুলিসহ একটি ইতালিয়ান তৈরি ১২ বোরের শটগান এবং রিভলভার ও শটগানের দু’টি পৃথক লাইসেন্স উদ্ধার করে।

আটক হান্নান সিংগাইর থানাসহ বিভিন্ন থানায় হত্যা ও হত্যা  চেষ্টাসহ একাধিক ফৌজদারি মামলার আসামি।