শিরোনাম
রাজশাহী, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সংস্কারের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে (এলজিআই) শক্তিশালী করা তৃণমূল স্তরের জনগণের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে বলে বিভাগীয় পর্যায়ের এক সংলাপে বক্তারা সর্বসম্মতভাবে মত দিয়েছেন।
মূলত, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নগর, উপ-নগর ও গ্রামীণ সকল স্তরের মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে কাজ করে। তাই এ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কোন বিকল্প নেই।
আজ বুধবার ‘গণ-আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকারের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও সংস্কার’ শীর্ষক সংলাপে বিশেষজ্ঞ, উন্নয়ন কর্মী ও নাগরিক সমাজের সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।
ইউএনডিপি’র সহযোগিতায় স্থানীয় ভিক্টোরিয়া কনভেনশন হলে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম (জিএএফ) এ সংলাপের আয়োজন করে।
সহকারী পরিচালক (শাসন, অধিকার ও ন্যায়বিচার) অনিরুদ্ধ রায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরে একটি খসড়া সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেন।
বরেন্দ্র উন্নয়ন প্রচারণার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, হরাগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বেসরকারী সংস্থা আরইউএলএফএও’র পরিচালক আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক অ্যাডভোকেট দিলো সিতারা চুনী ও অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক রাজ কুমার শাওন।
ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক কানিজ ফাতিমা সংলাপটির সঞ্চালনা করেন।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবা জনবান্ধব করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করা ও প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিমূলক কর্মপরিবেশ তৈরি করাসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, সংলাপ থেকে প্রাপ্ত প্রস্তাব ও সুপারিশ স্থানীয় সরকার সংস্কার কমিশনে পাঠানো হবে এবং কমিশন একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রস্তাবনা সমন্বিত একটি প্রতিবেদন জমা দেবে।