বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৫

হবিগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ আজ হবিগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি : বাসস

হবিগঞ্জ, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, ছাত্র-যুব সমাজ আবারো জেগে উঠছে। যারা এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা সফল হবে না। তাদেরকে চিহ্নিত করতে হবে। জনরোষে স্বৈরাশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলার অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, কাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সদর থানা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।

পরে জিকে গউছ তারেক রহমানের পক্ষে ১৫০০ অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।