শিরোনাম
ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীকে সরকার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগ দিয়েছে।
এর আগে ড. মোহাম্মদ আলী আইআইইউসি’র ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করে আসছিলেন।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আইআইইউসি একথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ধারা ৩১(১) অনুসারে আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের প্রস্তাবক্রমে আগামী ৪ বছর মেয়াদের জন্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর এ নিয়োগ মহামান্য রাষ্ট্রপতি ও আইআইইউসি’র চ্যান্সেলর অনুমোদন করেছেন।
গতকাল বুধবার উপ-সচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী ১৯৫৪ সালে চন্দনাইশের বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নজু মিয়া ও মাতা ফাতেমা খাতুন।
তিনি কেশুয়া প্রাইমারী স্কুল, বরকল এস জেড হাইস্কুল ও সরকারি মহসিন কলেজে পড়াশোনা করেন। তিনি চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রথম ব্যাচের ছাত্র। এই বিভাগ থেকে ১৯৭৬ সালে তিনি স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন। ১৯৭৯ সালে (১৯৭৬ মাস্টার্স ব্যাচ) একই বিভাগ থেকে হালদা নদীর ফাউন্ডার গবেষক হিসেবে ‘হালদা নদীতে কেন রুইুকাতলা ডিম ছাড়ে’- এ বিষয়ের ওপর গবেষণা করে প্রাণিবিদ্যায় ( ফ্রেশওয়াটার বায়োলজি) এমএসসি (থিসিস) ডিগ্রি লাভ করেন। আজাদী ১৯৮০ সালে চবি প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি কাপ্তাই লেকের লিমনোলজী ও রুইকাতলার পপুলেশন বায়োলজির ওপর গবেষণা করে চবির অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। প্রফেসর আজাদী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দেশে ৮০টির অধিক সেমিনার, ওয়ার্কসপ, সিম্পোজিয়াম ও কনফারেন্সে যোগদান করে এক প্রবন্ধ উপস্থাপন করেছেন।