বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৯

ছাত্রলীগের বিচার দাবিতে ঝিনাইদহে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’

ঝিনাইদহে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। ছবি : বাসস

ঝিনাইদহ, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্তের দাবিতে ঝিনাইদহে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।

আজ দুপুর দেড়টায়  জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের নেতৃত্বে শহরের পায়রা চত্ত্বর থেকে মার্চ ফর জাস্টিস শুরু হয়।

পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কেশবচন্দ্র কলেজে গিয়ে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের বিচারের দাবিতে  অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্রদল।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন  কেশবচন্দ্র কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শিমুল আল মাসুদ, সদস্য সচিব মেহেদী হাসান, ইমরান হোসেন, আব্দুস সালাম, মাহবুব আলম মিলু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক রনক হাসানসহ প্রমুখ।

জেলা ছাত্রদলের সভাপতি বলেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচার বাংলার মাটিতে করতে হবে। আমরা দেখছি, এখনও সন্ত্রাসী ছাত্রলীগের শীর্ষ নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার চাই।