শিরোনাম
ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জ সদর হাসপাতালের সাবেক প্রধান সহকারী রিজাউল করিম সিকদার ও তার স্ত্রী শেফালী খানমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, রিজাউল করিম সিকদার দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫১ লাখ ৪৫ হাজার ৫৯০ টাকার সম্পদের তথ্য গোপন ও দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা ঋণ/দায়ের মিথ্যা তথ্য উল্লেখ করে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৯ লাখ ২৩ হাজার ২০২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধে দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে আজ একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রিজাউল করিম সিকদারের স্ত্রী শেফালী খানম দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৪ লাখ ৬৪ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৬ লাখ ৬২ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে।