শিরোনাম
ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দোষী ব্যক্তিকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। গৃহকর্মী কল্পনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দোষী ব্যক্তির সঙ্গে কখনো আপস করবে না’।
আজ বৃহস্পতিবার উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা শেষে নির্যাতিত গৃহকর্মী ১৩ বছর বয়সী সুস্থ হওয়া কল্পনাকে দেখতে গিয়ে এসব কথা বলেন।
উপদেষ্টা কল্পনার লেখাপড়ার খরচের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকার চেক তুলে দেন এবং বলেন- তোমার লেখাপড়া খরচের জন্য আমি দায়িত্ব নেবো তবে, ‘দোষী ব্যক্তির সঙ্গে কখনো আপস করবে না।’
কল্পনাকে তিন মাস দশদিন কঠোর চিকিৎসা ও সফল প্লাস্টিক সার্জারি করার পর সুস্থ জীবন এবং তার মুখমণ্ডলের অবয়ব ফিরে পেয়েছেন। উপদেষ্টা কল্পনার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
তিনি বলেন, আমরা পেপার পত্রিকায় সব সময় নির্যাতিত ভিকটিমের ছবি প্রকাশ করতে দেখি কিন্তু নির্যাতনকারী দোষী ব্যক্তির ছবি প্রকাশ ও প্রচার করতে দেখি না, যারা দোষী তাদের ছবি মিডিয়ায় প্রচার করতে হবে, তাহলে সমাজের মানুষ অন্যায়কে জানতে পারবে এবং সচেতন ও সজাগ হবে বলে তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ির বাসিন্দাদের গৃহকর্মী থাকা অবস্থায় কল্পনা বছরের পর বছর ধরে প্রচণ্ড নির্যাতন সহ্য করেছে। গত বছর অক্টোবরের শেষ দিকে যখন তাকে উদ্ধার করে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যাওয়া হয়, তখন তার সারা শরীরে একাধিক পোড়ার আঘাত ছিল এবং তার সামনের চারটি দাঁত ভেঙে দেয় নির্যাতনকারীরা। তিন মাস দশ দিন কঠোর চিকিৎসা এবং একাধিক অস্ত্রোপচার ও প্লাস্টিক সার্জারির পর তার মুখের অবয়ব এবং সুস্থ জীবন ফিরে পাওয়ার পর পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য এখন প্রস্তুত কল্পনা।
এ সময় উপদেষ্টার সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার মো. আসাদুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।