শিরোনাম
ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
তিনি আরও বলেন, অভিনেত্রী সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় আটক হন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।