বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪১
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫

হবিগঞ্জে ছাত্রলীগ নেতা ইশান গ্রেফতার

হবিগঞ্জ, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার আজমিরীগঞ্জ থেকে জেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ইশান (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার  রাত ৯টায় আজমিরীগঞ্জ পৌরশহরের পোষ্ট অফিস সংলগ্ন একটি রেষ্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয় ।

ইশান আজমিরীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃত হাফিজ উদ্দিন (হাফাই) মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে , মেহেদি হাসান ইশান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার একটি মামলার এজহারভুক্ত আসামী।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর রাতে ইশানকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আজ বিকেলে তাকে আাদালতে পাঠানো হবে।