বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫০

কুমিল্লায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ 

জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ ।ছবি ;বাসস

কুমিল্লা, (দক্ষিণ) ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১২ টায় নগরীর রামমালা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান।

জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট, মো. মনিরুল ইসলাম, জেলা রেঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট, মো. তানজির আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ২২ জন তৃণমূল পর্যায়ের বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

আনসার ও ভিডিপি সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় কুমিল্লা রেঞ্জের অধিনস্থ কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে। পূর্নবাসন কার্যক্রমের অংশ হিসেবে উক্ত চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭ জন গৃহহীন সদস্যদের মাঝে ঘর মেরামত ও সংস্কার করে দেওয়ার জন্য গৃহ নির্মাণ উপকরণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যায় বীজতলা ক্ষতিগ্রস্ত ৫০০ জন অসহায় মানুষ ও আনসার-ভিডিপি সদস্যদের মাঝে আমন ধানের চারা রোপন করে দেওয়া হয়।