শিরোনাম
পিরোজপুর, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, (বাসস) : জেলার ইন্দুরকানী ব্রিজের ঢালে শনিবার সন্ধ্যা ৬টায় ভাড়া নিয়ে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মো. হাবিবুল্লাহ (১৬) নামে নবম শ্রেণী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় তার সঙ্গে থাকা রিফাত (১৭) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
মৃত হাবিবুল্লাহ ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের আব্দুল বারেক গাজীর ছেলে। আহত মো. রিফাত একই গ্রামের খালেক গাজীর ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
নিহত হাবিবুল্লাহর খালু মো. জাহাঙ্গীর আলম বলেন, বিকেলে টগরা মোড় থেকে একটি রেন্ট এ কার মোটরসাইকেল ভাড়া নিয়ে দুই ভাই ইন্দুরকানী ব্রিজের ঢালে চালানো শিখতে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে দুইজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার বলেন, দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। গুরতর আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের অনুমতি নিয়ে গতকাল রাত ১০টায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।