বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৫

এক মঞ্চে ১২ যুগলের বিয়ে: যৌতুক প্রথার বিরুদ্ধে শামসুল হক ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ 

যৌতুক প্রথার বিরুদ্ধে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে ১২ যুগলের যৌতুকবিহীন বিয়ে। ছবি: বাসস

রংপুর, ৯ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ফুলে ফুলে সাজানো হয়েছে বিয়ের আসর। বিলাসবহুল গাড়িতে চড়ে এলেন ১২ যুবক। প্রত্যেকের গায়ে জড়ানো আরবের ঐতিহ্যবাহী পোশাক। লালগালিচার অভিষেকে হাজির হলেন বিয়ের মঞ্চে। একই মঞ্চ থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ১২ যুগল।

বেসরকারি সংস্থা আলহাজ্জ্ব শামসুল হক ফাউন্ডেশন গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর রূপকথা থিমপার্ক কনভেনশন হলে যৌতুকবিহীন এ বিয়ের আয়োজন করে। 

সমাজে যৌতুকের কুপ্রথা বিলীন, মোহরানার সহজলভ্যতা ও সম্মানজনক সম্পর্কের ধারণা প্রচার করতে ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে বলে জানায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ। বর-কনের পোশাক থেকে তাদের সাজসজ্জা, বিয়ের খরচ ও আনুষঙ্গিক আয়োজনের দায়িত্ব নেয় এ সংস্থাটি।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানায়, ‘বিয়ে আপনার, খরচ আমাদের’ ক্যাম্পেইন-এর প্রেক্ষিতে রংপুর বিভাগে যৌতুকবিহীন এ বিয়ের আয়োজনে আবেদন করেছিলেন ৯০ জন। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১২ যুগলের বিয়ের আয়োজন করা হয়েছে। তবে তাদের দুটি শর্ত দেওয়া হয়েছে। 

এক. বিয়েতে কোনো যৌতুক নেওয়া যাবে না এবং দুই. বিয়েতে যে দেনমোহর ধার্য করা হবে সেটি সম্পূর্ণ আদায় করতে হবে।

এ বিয়েতে বর ও কনে পক্ষের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরাও উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে সবার যাতায়াতের ব্যবস্থাও করা হয়। প্রত্যেক দম্পতিকে সংস্থার পক্ষ থেকে বিছানাপত্রসহ নতুন সংসার শুরু করার জন্য প্রয়োজনীয় গৃহস্থালির সরঞ্জাম উপহার দেওয়া হয়। এছাড়াও প্রত্যেক দম্পতির জন্য রয়েছে কক্সবাজারে হানিমুন প্যাকেজ ও বিবাহোত্তর বিভিন্ন বিষয়ে বিনামূল্যে কাউন্সেলিং সেবা।

নবদম্পতি শাহরিয়ার ইসলাম লিখন ও শারমিন সুলতানা বাসসকে বলেন, ‘স্বপ্নেও ভাবিনি এত সুন্দর বিয়ের আয়োজন হবে। এ আয়োজনের মাধ্যমে একটি মহৎ সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। আমাদের বিয়েকে একটি সামাজিক আন্দোলনের অংশ হিসেবে তুলে ধরা হলো। এতে আমরা অত্যন্ত আনন্দিত।’

কনে মনিরা ইসলামের মা ফরিদা আক্তার বলেন, ‘মেয়ের বিয়ে দেওয়া নিয়ে যে দুশ্চিন্তা ছিল, আজ তার অবসান হয়েছে। বিয়েতে কোনো যৌতুক দিতে হয়নি। কোনো খরচ ছাড়াই এমন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনে আমরা খুশি।’

অনুষ্ঠানে আসা একাধিক নারী এ আয়োজনের প্রশংসা করে বলেন, কেন যৌতুক দিয়ে নারীদের বিয়ের পীড়িতে বসতে হবে? সবাই মিলে এমন প্রথা ভাঙ্গতে হবে। 

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন বাসস কে বলেন, আর্থিক সংকট কিংবা সামর্থ্য না থাকায় যারা বিয়ে করতে পারছেন না তাদের জন্য আমাদের এ উদ্যোগ। যাতে যুবক-যুবতীরা বিয়ে করে পবিত্র সম্পর্কে জড়িয়ে তাদের জীবন শুরু করে। কন্যাদায়গ্রস্ত বাবা কিংবা আর্থিক সংকটে থাকা যুবকদের জন্য বিনা খরচে বিয়ের আয়োজন করে যাচ্ছি। এর পরে আমাদের এ আয়োজন ঢাকায় হবে।

উল্লেখ্য, আলহাজ্জ্ব শামসুল হক ফাউন্ডেশন ২০১৭ সালে চট্টগ্রামে এর কার্যক্রম শুরু করে। এ ফাউন্ডেশনের অন্যান্য সেবাগুলোর মধ্যে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ফ্রি-চিকিৎসাপত্র ও ওষুধ, বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ক্যাটারেট অপারেশন, ফ্রি অক্সিজেন সেবা, সিলিন্ডার, বিপপ, কনসেন্ট্রেটর, নেবুল্ইাজার, ফ্রি এ্যাম্বুলেন্স সেবা মেহমান খানা, মুসাফির খানা, চট্টগ্রামে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াত, রাত্রীযাপন ও খাওয়ার সুব্যবস্থা, ঝরে পড়া শিশুদের জন্য মজার আহার ও লেখাপড়া প্রকল্প মজার পাঠশালা, রমজান মাসে ফ্রি খাদ্যদ্রব্য বিতরণ এবং ইফতারি ও সেহরি কর্মসূচি  ইত্যাদি।