শিরোনাম
লক্ষ্মীপুর, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। পরে ভাই-ভাই ওই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুর ১টায় সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে সদর উপজেলার দিঘলী এলাকায় ভাই ভাই ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইটভাটার অনুমোদন না থাকায় ইটভাটাটি বেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ভাটার চুলা নিভিয়ে দেয়। এসময় ভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। এসময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অভিযানে অংশ নেন লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ পাঠান, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।