শিরোনাম
নীলফামারী, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারকে অনুদান হিসেবে ১৫ লাখ টাকা প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুরে বিআরটিএ’র উদ্যোগে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে ওই চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন ও বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মাহবুবুর রহমান জানান, এসময় বিআরটিএ’র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত মামুন আলী, জাহানুর ইসলাম ও রাবেয়া বেগমের পরিবারকে পাঁচ লাখ করে মোট ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।