শিরোনাম
ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীদের জন্য নির্মিত চারটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সিভাসু’র সিন্ডিকেটের ৫৯তম অধিবেশনে হলগুলোর নামকরণ চূড়ান্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অবস্থিত ছাত্র হলের নামকরণ করা হয়েছে-‘বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হল’ এবং ছাত্রী হলের নামকরণ করা হয়েছে- ‘বিজয় ২০২৪ হল’। আর বিশ্ববিদ্যালয়ের হাটহাজারীস্থ রিসার্চ ও ফার্ম বেইসড ক্যাম্পাসে অবস্থিত ছাত্র হলের নামকরণ করা হয়েছে- ডা. নাজির আহমেদ হল এবং ছাত্রী হলের নামকরণ করা হয়েছে-বেগম রোকেয়া হল।
সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে সিন্ডিকেট অধিবেশনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, সিভাসু’র ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ উদ্দীন ভূঞা ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মো. আবদুল আলীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্সেস এন্ড ফিশারিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিভাগের প্রফেসর ড. শাহ মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. হাসান মারুফ, বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন এবং সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম।