শিরোনাম
ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তার দুইপাড়ের ভাঙ্গন কবলিত ২০ কিলোমিটার এলাকার ভাঙ্গনরোধের কাজ আগামী মার্চ মাসের মাঝামাঝি শুরু করা হবে।
তিনি বলেন, তিস্তার দুইপাড়ের ৪৫ কিলোমিটার ভাঙ্গনপ্রবণ এলাকার ভাঙ্গন কবলিত ২০ কিলোমিটার এলাকার ভাঙ্গনরোধের কাজ আগামী মার্চ মাসের মাঝামাঝি শুরু করা হবে। এবং বাকী অংশের কাজও পর্যায়ক্রমে শুরু হবে।
আজ রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলব্রিজ সংলগ্ন এলাকায় ‘তিস্তা নিয়ে করণীয়’ শীর্ষক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ভাঙ্গনরোধের কাজটা তদারকির জন্য একটা ওয়ার্কিং গ্রুপ করে দেব যাতে ভাঙ্গনপ্রবণ পাঁচ জেলার প্রতি জেলা হতে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি থাকবে; ভাঙ্গনপ্রবণ এলাকার একজন করে স্থানীয় মানুষ থাকবে। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এটি করা হবে।
রিজওয়ানা আরও বলেন, তিস্তাপাড়ের মানুষের মতামত নিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মতামত ছাড়া পানি উন্নয়ন বোর্ড চায়নার সঙ্গে মহাপরিকল্পনার কোনো চুক্তি চূড়ান্ত করবেনা। পানি উন্নয়ন বোর্ডের ডিজাইনে এবং পরিকল্পনা বাস্তবায়নে আপনারা স্থানীয়রা থাকবেন।
উপদেষ্টা আরও বলেন, ‘সমস্যা সমাধানের রাস্তায় যাত্রাটা আমরা শুরু করলাম। এ যাত্রাটা দ্রুতগতিতে চলবে এবং সেটা আপনাদেরকে সঙ্গে নিয়েই চলবে।’
রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে বক্তৃতা করেন নর্দান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিক মোজাহিদ, নাগরিক কমিটির আখতার হোসেন, আবু সাঈদ লিয়ন প্রমুখ।
এছাড়া, গণশুনানীতে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এ. কে. এম. তাহমিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইমসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।