বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৭

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু 

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু। ছবি: বাসস

রাজশাহী, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সারাদেশের মত রাজশাহীতেও শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’।

আজ রোববার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তর থেকে যৌথ বাহিনী এ অভিযান শুরু করে। 

পরে সিএন্ডবি মোড়, সাহেববাজার, জিরোপয়েন্ট, আলুপট্টি মোড় ও তালাইমারী মোড় হয়ে নগরীতে টহল দেয় যৌথ বাহিনী। 

রাতে চেক পোস্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।

তিনি বলেন, সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশও এই অভিযান  পরিচালনা করছে।