বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২১

মেহেরপুরে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুর, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মেহেরপুরে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার মেহেরপুর সালোম গেস্ট হাউস এন্ড ট্রেনিং সেন্টারে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সদস্য ইলিয়াছ হোসেন, আলমগীর খান ছাতু, আনছারুল হক, আব্দুল্লাহ, হাফিজুর রহমান, রেজাউল হক, জাকির হোসেন, আব্দুল হামিদ, খাইরুল বাশার, সাবেক পিপি ও সদস্য আবু সালেহ মোহাম্মদ নাসিম, মশিউর রহমানসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।