শিরোনাম
নড়াইল, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার কালিয়ায়‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের’আওতায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বেলা১১টায় মেলা উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা চত্ত্বর থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি অফিস চত্ত্বরে এসে শেষ হয়। কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষিঅফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী প্রণবকান্তি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.আব্দুল মোমিন, কৃষি সম্প্রসারন অফিসার দিনাশ্রী বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো.শাহরিয়ার আহমেদ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারি কৃষিকর্মকর্তাগণ, কৃষক-কৃষাণীসহ বভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ মেলায় ১০টি স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও পরামর্শ প্রদানের জন্য বুথ স্থাপন করা হয়েছে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।