বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৪

উরুগুয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। ফাইল ছবি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে বর্ধমান কূটনৈতিক যোগাযোগের প্রশংসা করেছেন এবং এর পাশাপাশি লাতিন আমেরিকার দেশটির সঙ্গে আরও গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেছেন।  

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবের্তো এ. গুয়ানি সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রসচিব এ মন্তব্য করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত গুয়ানি ২০২৪ সালে পরিচয়পত্র পেশের পর উরুগুয়ে দূতাবাসের বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরেন।

তিনি উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক নতুন কৌশল প্রণয়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন।

উভয় দেশই অর্থনৈতিক কূটনীতির পক্ষে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, উরুগুয়ে আইসিটি, উৎপাদনশীলতা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অগ্রণী প্রযুক্তির জন্য বিশ্বব্যাপী পরিচিত।

পররাষ্ট্রসচিব বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে নিয়মিত দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শ চালিয়ে যেতে উভয় দেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছে।

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে পররাষ্ট্রসচিব বলেন, দেশের যুব জনগোষ্ঠীর জনমিতিক সুবিধা, বিনিয়োগবান্ধব পরিবেশ, বিপুলসংখ্যক নতুন গ্র্যাজুয়েট এবং অনুকূল ফ্রিল্যান্স সংস্কৃতি এই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে পারে।

তিনি বাণিজ্য ও ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন।