শিরোনাম
খুলনা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পাটের সম্ভাবনা কাজে লাগাতে পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার খুলনায় বিসিক আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে পাট অধিদপ্তর ও জেডিপিসি আয়োজিত ৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গায় বৈচিত্র্যময় পাট মেলার আয়োজন করা হচ্ছে। এর মূল লক্ষ্য ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা ও উদ্যোগকে সফল করতে দেশে-বিদেশে মেলা আয়োজন করা, ট্রেনিং দেওয়া এবং পাট পণ্য তৈরির কাচামাল সহজলভ্য ও সুলভ করা।
তিনি বলেন, পাট পণ্য মেলা আয়োজনের মাধ্যমে উদ্যোক্তা ও পাট পণ্য ব্যবহারকারীদের মধ্যে আইডিয়ার আদান-প্রদান ঘটবে। নান্দনিক বৈশিষ্ট্য ও প্রাসঙ্গিক প্রয়োজনীয় যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এর সমন্বয় করে এমন পণ্য উদ্ভাবন করা দরকার যা বিকল্প পণ্য নয় বরং স্বকীয়পণ্য হিসাবে ব্যবহারিক পণ্যে রূপান্তরের মাধ্যমে পাটের মূল্য সংযোজন হয় ও ব্যবসার সুযোগ সৃষ্টি হয়। সেই সুযোগটা কাজে লাগানো হবে। পাটের স্বর্ণ যুগ যেটা ছিল তা ফিরিয়ে আনা হবে।
খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে পাট পণ্যের সম্ভাবনা নিয়ে কথা বলেন।
উল্লেখ্য, এবারের বহুমুখী পাটপণ্য মেলায় ৩০টি স্টল রয়েছে। আগামীকাল পর্যন্ত বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।