শিরোনাম
ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য বিশেষ ছাড় সুবিধা প্রদানে দেশের সবচেয়ে বড় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজের সাথে চুক্তি স্বাক্ষর করেছে উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।
এ চুক্তির অধীনে, অরেঞ্জ ক্লাবের সদস্যরা ‘সহজ’ (www.shohoz.com) ওয়েবসাইটের মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে এয়ার টিকেট কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন। নিজেদের বিশ্বস্ত গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এ অংশীদারিত্ব করেছে বাংলালিংক।
সম্প্রতি রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেন -এ এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, ‘গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক সবসময় এর বিশ্বস্ত গ্রাহকদের সেরা সব সুবিধা ও সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শীর্ষস্থানীয় টিকেটিং প্ল্যাটফর্মের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য বিশেষ ছাড় সুবিধা নিশ্চিত করছি, যা তাদের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি তাদের ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগ বিস্তৃত করবে।’
সহজ এর চিফ বিজনেস অফিসার তালাত রহিম বলেন, ‘সহজ বর্তমানে দেশের বৃহত্তম অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম। বাংলালিংকের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দদায়ক আরও বিকল্প নিশ্চিত করতে চাই, যেন তারা তাদের পছন্দমতো সেবা গ্রহণ করতে পারেন। বাংলালিংক অরেঞ্জ ক্লাবের মেম্বাররা এয়ার টিকেট কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করবেন এবং ভবিষ্যতে আমরা বাস টিকেটসহ অন্যান্য পরিষেবাকেও এ অংশীদারিত্বের আওতায় নিয়ে আসতে চাই।’
অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং অপারেশনসের প্রোডাক্ট ও প্রাইসিংয়ের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আসিফুর রহিম, লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান ও লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার। অনুষ্ঠানে সহজ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার তালাত রহিম, হেড অব গ্রোথ রুবিনা খান, মার্কেটিংয়ের ব্র্যান্ড অ্যান্ড কনটেন্ট লিড আদিব রুশদ তারেক ও বিজনেস গ্রোথের সিনিয়র এক্সিকিউটিভ নাবিলা বিনতে আলি।