শিরোনাম
ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম অপরিবর্তিত রাখার দাবি জানিয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, এ স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়েছে মহিলা ও শিশু উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বরাবর।
বাংলার নারী জাগরণের আলোকবর্তিকা, নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম রংপুরে। বেগম রোকেয়ার নামে ২০০৮ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করার মাধ্যমে নারী সমাজের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও দাবির বাস্তবায়ন হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজের অচলায়তন ভেঙে নারীদের আলোর পথের সন্ধান দিয়েছেন। তিনি সমাজের অবরোধ ভাঙার জন্য, নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য, নারীর মুক্তির জন্য আজীবন যে সংগ্রাম করে গেছেন তারই ফলশ্রুতিতে আজ লাখ লাখ নারী শিক্ষা, খেলাধুলা, জ্ঞান চর্চা সহ বিভিন্ন পেশায় এসে সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারছে। সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার এই স্বপ্নদ্রষ্টার নামে নামকরণ করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য যে দাবি উঠেছে, তা নারী সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে। এ দাবিটি অযৌক্তিক ও অসম্মানজনক।"
এ কারণে নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম অপরিবর্তিত রাখার জন্য দাবি জানিয়ে স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। স্মারকলিপিতে নারী মুক্তির অগ্রসেনানী ও মহিয়সী নারীদের নামে দেশের বিভিন্ন স্থানে যেসকল স্থাপনা রয়েছে, যা নারী সমাজের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার উৎস সে নামগুলোও অপরিবর্তিত রাখার আহ্বান জানানো হয়।