বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪০

এস আলম পরিবারের ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। ফাইল ছবি

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামীয় বিভিন্ন কোম্পানির ৪২টি শেয়ারে ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা এবং শেয়ারসমূহ থেকে উদ্ভূত সব মুনাফা অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে তার ও তার পরিবারের সদস্যদের নামে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের থেকে প্রাপ্ত তথ্যাদি হতে ৪২টি কোম্পানির শেয়ারের মালিকানার তথ্য পাওয়া যায়।

আবেদনে আরো বলা হয়, অনুসন্ধানকালে জানা যায় যে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ার যার অভিহিত মূল্য ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা হস্তান্তরের চেষ্টা করছেন। এসব শেয়ার হস্তান্তর করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই অনুসন্ধান শেষে মামলা দায়ের ও মামলা তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশীট দাখিলের পর  আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে  শেয়ারসমূহ এবং শেয়ারসমূহ থেকে উদ্ভূত সব মুনাফা বা আয় অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।