শিরোনাম
গাজীপুর, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। একই দিনে পবিত্র শবে-বরাতের রাত হওয়ায় ইজতেমা ময়দানেই শবে-বরাত পালনের জন্য লাখো মুসল্লির অংশ গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ময়দানের সকল কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
তিনি বলেন, আগামীকাল শুক্রবার বাদ ফজর আম-বয়ানের মধ্য দিয়ে ইজতিমার আনুষ্ঠানিকতা শুরু হবে। ইজতেমার প্রথম রাত পবিত্র শবে-বরাতের রাত হওয়ায় আমরা সে রাতে লাখ লাখ মুসল্লি অংশ গ্রহণ করবেন বলে আশা করছি। লাখো মুসল্লি নিয়ে আমরা ইজতেমা ময়দানে পবিত্র শবেবরাত পালন করব, ইনশাল্লাহ।
বিশ্ব ইজতেমা ময়দানে ইতোমধ্যেই বিভিন্ন জেলা থেকে মুসল্লীরা আসতে শুরু করেছেন। ভারত পাকিস্তানসহ বিভিন্ন দেশের মুসল্লিরাও আসতে শুরু করেছেন।
ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, দেশি-বিদেশি আগত মুসল্লিদের জন্য ময়দানের উত্তর-পশ্চিমে রয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে রয়েছে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা।
আগত মুসল্লিদের পারাপারে তুরাগ নদীর ওপর ভাসমান ব্রিজ নির্মাণ করেছে সেনাবাহিনী ও বিআইডব্লিউটিএ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বাসস-কে বলেন, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে দায়িত্ব পালন করেছেন, ঠিক দ্বিতীয় পর্বেও একইভাবে দায়িত্ব পালন করবে।
আমরা আশা করছি, এই পর্বও সুষ্ঠু ও শান্তিপর্ণভাবে সম্পন্ন হবে। আমাদের পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের সেবায় নিয়োজিত থাকবেন তারা। ইজতেমা শান্তিপূর্ণভাবে শেষ করতে আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
অপরদিকে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন বাসস-কে জানান, প্রথম পর্বের মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর প্রায় তিন শতাধিক পরিচ্ছন্নতা কর্মী একযোগে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে। এ কাজে পাঁচটি এস্কেভেটর, তিনটি পে লোডার, ছয়টি কম পেট্রোর ট্রাক ও ৩০টি ডাম্প ট্রাক ব্যবহার করা হয়।
সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, ইজতেমা ময়দানে ১হাজার ড্রাম ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। ময়দানে ৩২টি টয়লেট বিল্ডিংয়ে প্রায় দশ হাজার টয়লেটে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এছাড়া রাস্তার পাশে সব ধরনের আবর্জনা পরিষ্কার করা হয়। পুরো ইজতেমা ময়দান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ইজতেমায় আগত মুসল্লীদের যেন কোন সমস্যা না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
গত ৩১ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি প্রথম পর্বের দুই ধাপে ইজতেমা সম্পন্ন হয়।
আগামীকাল শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভী তথা মাওলানা ওয়াসিফুল ইসলাম অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।
১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা।