শিরোনাম
সিলেট, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নগরীতে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় সাতজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক, সুবিদবাজার নূরানি বনকলাপাড়ার সৈয়দ সিরাজুল হকের ছেলে সৈয়দ হাবিবুল্লাহ টিপু (৪৬), ৩২ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শাহপরান ইসলামপুর কলোনীর মঈন মিয়ার ছেলে মুকিত আহমদ তন্ময় (২৮), মোগলাবাজারের জালালাপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের আব্দুল বারীর ছেলে আফজল হোসেন (৩৩), তেতলি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিণ সুরমার বানেশ্বরপুর গ্রামের আকদ্দছ আলীর ছেলে মো. বাদশা মিয়া (৫৫), দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সুরিগাঁও গ্রামের উস্তার আলীর ছেলে রুহুল আমিন তারেক (৩০), নগরীর নয় নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি নেহারীপাড়ার মৃত হারুন মিয়ার ছেলে রায়হান আহমদ (২৫), ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি, চারাদিঘীরপাড় এলাকার ডা. আদনান খানের ছেলে কাওসার খান (৪৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।