শিরোনাম
গাজীপুর, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : কঠোর নিরাপত্তা ব্যবস্থায় গাজীপুরের টঙ্গীতে তুরাগ তীরে আজ শুক্রবার ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। আজ বাদ ফজর নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তারের আ’ম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই পর্বে মাওলানা সা’দ অনুসারীগণ অংশ নিয়েছেন।
আজ শুক্রবার ইজতেমায় আগত মুসল্লীদের পাশাপাশি ঢাকা, গাজীপুর ও সাভারসহ আশপাশের এলাকা থেকে লাখো মুসল্লী দেশের বৃহত্তম এই জুমায় শরীক হয়েছেন। আজ দুপুর ১টা ৩০ মিনিটে খুতবা শুরু হয়। ১টা ৫০ মিনিটে জুমার জামাত শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। ইজতেমা ময়দানের এই বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভি। তিনি ভারতের মাওলানা সা’দের বড় ছেলে।
বাদ জুমা বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম, বাদ আসর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের হাফেজ মনজুর। তাঁর বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা রুহুল আমিন। বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির মাওলানা জামশেদ। তাঁর বয়ানের বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
সা’দ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বাসসকে বলেন, জুমার নামাজ শেষ হয়েছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে বয়ান চলবে। ইতোমধ্যে ময়দান মুসল্লিতে পরিপূর্ণ হয়ে গেছে। এ পর্যন্ত বিশ্ব ইজতেমায় যোগ দিতে ৪৭টি দেশের দেড় হাজার বিদেশি মুসল্লি ময়দানে এসেছেন। তাঁরা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের প্রাজ্ঞ আলেমদের বয়ান শুনছেন। দেশ বিদেশের মুসল্লীদের আগমন অব্যাহত রয়েছে। আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত মুসল্লীরা আসবেন।
তিনি আরও বলেন, ইজতেমার দ্বিতীয় দিন শনিবার যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হবে। সেদিন বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চের পাশে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন হবে।
গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের ইজতেমাতেও আগত মুসল্লীদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সমগ্র ইজতেমা ময়দানকে র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে রাখা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম বাসসকে জানান, সা’দপন্থিদের এবারের ইজতেমায় ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি র্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ইজতেমা মাঠের বিভিন্ন পয়েন্টে ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, সার্ভিল্যান্স টিম, রুফটফ টিম, ৩৫টি বাইনুকোলার, ২০টি চেকপোস্ট ও ৩৫টি ভ্রাম্যমাণ টিম কাজ করছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে ইজতেমা ময়দানে দিদার তরফদার (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদরের লবনচরা থানার বাঙ্গালগলি এলাকার মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে। ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দিদার তরফদার খুলনা জেলার ৪১নং খিত্তায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে তার জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, এবারই প্রথমবারের মতো পবিত্র শবেবরাতের রজনীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি এই রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন।
আগামী ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদ অনুসারীরা।