বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭

মাগুরায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

মাগুরা, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলার শ্রীপুর উপজেলায় আজ শ্যালো ইঞ্জিন চালিত ‘নসিমন’ গাড়ির চাপায় মরিয়ম খাতুন নামে দেড়বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় উপজেলার সোনাকুন্ডী গ্রামে নিজ বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শিশু মরিয়ম খাতুন জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাকুন্ডী গ্রামের মুরাদ বিশ্বাসের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে নিজেদের বাড়ির সামনের সড়কে একাই চলে গিয়েছিল শিশু মরিয়ম খাতুন। একপর্যায়ে একটি ‘নসিমন’ গাড়ি চাপা দিলে গুরুতর আহত হয় শিশু মরিয়ম। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা ২৫০-শয্যা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে শিশুটির মৃত্যু হয়।

মাগুরা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. কৃষ্ণ দাস বিশ্বাস জানান, আহত শিশুটিকে হাসপাতালে ভর্তির কিছুক্ষন পরেই  চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।