শিরোনাম
গাজীপুর, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে তাবলীগের শীর্ষ মুরব্বিদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল ইবাদত-বন্দেগি, তাসবিহ-তাহলিল, জিকির-আযকারের মধ্য দিয়ে আজ শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।
আগামীকাল রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমা সমাপ্ত হবে বলে বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বাসসকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বহুল কাঙ্খিত আখেরি মোনাজাত মাওলানা সা’দ কান্ধলবির ছেলে নিজামুদ্দিন মারকাযের মাওলানা ইউসুফ বিন সা’দ পরিচালনা করার কথা রয়েছে।
আজ শনিবার বাদ ফজর নিজামুদ্দিন মারকাযের মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলবির বয়ানের মধ্যদিয়ে ইজতেমার দ্বিতীয় দিন শুরু হয়। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা ওসামা ইসলাম। বাদ যোহর বয়ান করেন দিল্লির মাওলানা রিয়াসত, বাদ আছর আরবি ভাষায় বয়ান করেন মাওলানা ওমর তানজানিয়া, বাদ মাগরিব বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলবি, তাঁর বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান আজ সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইজতেমা ময়দানে ‘জঙ্গী হামলা’ হতে পারে এমন একটি গুজব রটানো হয়েছে। ওই রটনাকারীকে আটক করা হয়েছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বিগত ইজতেমার আখেরি মোনাজাতের আগে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হলেও এবার যানবাহন চলাচল সচল থাকবে।
এদিকে ইজতেমার দ্বিতীয়পর্বে অংশ নেয়া আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন-শরিয়তপুর জেলার নড়িয়া থানার মৃত-মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। এরআগে রাত ১০টা ৫মিনিটে বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত-মজিবর পন্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫) শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান।
এছাড়াও গত বৃহস্পতিবার দিবাগত রাতে দিদার তরফদার (৫৫) নামে অপর এক মুসল্লির মৃত্যু হয়। এনিয়ে গত বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল পর্যন্ত ইজতেমায় মোট ৩জন মুসল্লির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা সা’দ অনুসারি ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম।
এ দিকে, আজ বাদ আছর বিশ্ব ইজতেমা ময়দানের ১ নম্বর বিল্ডিংয়ের সামনে মাশোয়ারার কামরায় ৯ জোড়া যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান মাওলানা সা’দ কান্ধলবির ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলবি। তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আছর যৌতুকবিহীন এ বিয়ে পড়ানো হয়। কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী।
আজ বিকেল পর্যন্ত বিশ্বের ৪৯ দেশের ১ হাজার ৪৪৯ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানের বিভিন্ন তাবুতে অবস্থান নিয়েছেন। ইজতেমা ময়দানের গণমাধ্যম সমন্বয়কারি মোহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এদের মধ্যে ইংরেজি ভাষাভাষী ৫১৭, উর্দু ভাষাভাষী ৪২৬, পশ্চিমবঙ্গ (ভারত) থেকে ২৬৪, আরবি ভাষাভাষী ৮৯ জন, বিদেশি ছাত্র ১১২ জন এবং অন্যান্য ভাষাভাষীর ৪১জন রয়েছেন।