বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৪

মেঘনায় বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেড'সহ আটক-৩৭

তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বেশ কয়েটি ড্রেজার ও বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। ছবি : বাসস

ভোলা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বেশ কয়েটি ড্রেজার ও বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় ৫ টি ড্রেজার ও ১২ টি বাল্কহেড জব্দ করা হয়েছে।

শনিবার বিকেল ৪টা থেকে আজ রোববার ভোর ৬টা পর্যন্ত ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার ও বাল্কহেডসহ তাদের আটক করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

আজ রেববার সকাল  সাড়ে ১০টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের  মিডিয়া কর্মকর্তা লে. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা শনিবার বিকেল ৪ টা  থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত তারা ভোলা সদর উপজেলার ভেদুরিয়া থেকে বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ টি ড্রেজার ও ১২ টি বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) আহসান হাফিজ আটকদের মুচলেকা রেখে ছেড়ে দেন এবং জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার বিআইডব্লিউটিএ এর জিম্মায় রাখা হয়েছে।