বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৯

১৮ ফেব্রুয়ারি বেরোবিতে পাঁচ দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলা শুরু

বেরোবিতে ১৮ ফেব্রুয়ারি থেকে শহিদ আবু সাঈদের স্মরণে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু। ছবি: বাসস

রংপুর, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী শহিদ আবু সাঈদের স্মরণে পাঁচ দিনব্যাপী বইমেলা আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এই বইমেলা ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হবে। 

আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী সাংবাদিকদের এ তথ্য জানান। 

এসময় তিনি বলেন, যৌথভাবে শহিদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করবেন শহিদ আবু সাঈদের বাবা মো: মকবুল হোসেন ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত শহিদ ফেলানী খাতুনের বাবা মো: নূর ইসলাম।

উপাচার্য প্রফেসর শওকাত আলী বলেন, শহিদ আবু সাঈদের আত্মাহুতির মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। প্রতিবছর এই বইমেলার মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গোটা জাতির সামনে তুলে ধরা হবে।

তিনি বলেন, বইপড়ার অভ্যাস ও লেখক-পাঠক সৃষ্টিতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময় ও দূরত্বের কারণে যাদের ঢাকার অমর একুশে বইমেলায় যাওয়া সম্ভব হয়না, তাদের জন্য শহিদ আবু সাঈদ বইমেলা বই কেনা ও পড়ায় বড় সুযোগ তৈরি করবে।

উপাচার্য আরো বলেন, এ বছর স্বল্প সময়ে বইমেলার আয়োজন করা হলেও আগামীতে দীর্ঘ সময়ব্যাপী এই বইমেলার আয়োজন করা হবে। পাঁচদিনের বইমেলায় আলোচনা সভা, লেখক-পাঠক আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজনও থাকবে। 

খ্যাতিমান সাংবাদিক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারসহ কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবীগণ এখানে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। এবারের বইমেলায় ৪০টি স্টল অংশ নেবে।

সংবাদ সম্মেলনে শহিদ আবু সাঈদ বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামানিক, সদস্য সচিব প্রফেসর ড. মোঃ শাহ্জামান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।