বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫

টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা 

টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি ও ট্রেড লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

গোপালগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলার টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স ও খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সন্ধ্যায় উপজেলার চরগোপালপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমীনুল হক।

মোমীনুল হক জানান, মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স ও মৎস্য অধিদপ্তরের খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় ব্যবসায়ী হামিম শেখকে মৎস্য ও পশুখাদ্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৭৫০ কেজি মেয়াদোত্তীর্ণ মাছের খাবার জব্দ করে উপজেলা পরিষদ চত্ত্বরে নষ্ট করে ফেলে দেয়া হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় উপস্থিত ছিলেন।