শিরোনাম
ঝিনাইদহ, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় শহরের শিশু একাডেমী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী (বিএএম)।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. তরফদার আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইমরান জাকারিয়া, কুষ্টিয়া জেলা কমান্ডার শফিউল আযম, মাগুরা জেলা কমান্ডার মো. মাহবুবুর রহমান সরকার, ঝিনাইদহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী।
অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী (বিএএম) বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে আনসার সদস্যরা নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দেশ ও জনগণের সেবা করে চলেছে। ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানে আনসার সদস্যরা মানবিকতার অনন্য দৃষ্টান্ত দেখিয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই বাহিনী। আনসার ভিডিপির সদস্যদের বড় অংশ সেচ্ছাসেবী হিসেবে কাজ করে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন বাস্তবায়নে আনসার ভিডিপি কাজ করে যাবে।
সমাবেশে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী ৫০ জন আনসার ও ভিডিপি সদস্যদের পুরস্কৃত করা হয়।