বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯

দেশের ৬৪ জেলা পায়ে হেঁটে ভ্রমণ করছেন দুই সহোদর

দেশের ৬৪ জেলা পায়ে হেঁটে ভ্রমণ করছেন দুই সহোদর। ছবি : বাসস

নাটোর, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় পতাকা মাথায় বেঁধে পায়ে হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণ করছেন দুই সহোদর হাফেজ সিয়াম উদ্দিন ও সায়েম উদ্দিন। ২৩ জেলা ভ্রমণ শেষে আজ সোমবার তাঁরা নাটোর অবস্থান করছেন।

পবিত্র কোরআন শরীফের বাণী ‘তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে’-এ বাণী সম্বলিত ব্যানার সঙ্গে নিয়ে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার (দক্ষিণ বাঁশবাড়ী) আউলিয়ারচর এলাকার মাহমুদুল আলম গিয়াসের দুই ছেলে সিয়াম আর সায়েম গত ২৬ জানুয়ারি ভ্রমণ শুরু করেন।

ভ্রমণকারী হাফেজ সিয়াম উদ্দিন বলেন, দেশের ৬৪টি জেলা পায়ে হেঁটে ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি। ২১ দিনে ২৩তম জেলা সিরাজগঞ্জ হয়ে নাটোর এসেছি, যাবো রাজশাহীর পথে।

সহোদর হাফেজ সায়েম উদ্দিন বলেন, হেঁটে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরী হয়েছে, তবে কোন সমস্যা হচ্ছেনা। সারা দিন হাঁটি আর মাঝে-মধ্যে বিশ্রাম করি। গুরুপাক কোন খাবার খাই না। রাতে কোন মসজিদে অবস্থান করি। সুস্থতার সঙ্গে ভ্রমণ শেষ করতে সকলের দোয়া চাই।