বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৬

বিশেষ অভিযানে ২২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ছিনতাইকারী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করে পুলিশ। ছবি: ডিএমপি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

গত রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর  ১২টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নুরনবী (২১), রুবেল (৩৫), মুছা (২৪), রবিউল (১৯), মোহাম্মদ উল্লাহ (৫০), সচিন (৩২), হাফিজ (২৫), নিহাল (৩৯), মামুন (২২), মোসলে (২৬), মাসুদ (২৯), মাইদুল (৫২), সাব্বির (২০), আসলাম (৩০), আল আমিন (৩০), মিজানুর রহমান (২৮), রিপন (২৮), ফরহাদ (৩৫), ময়না (৩৩), ডলি (৩৬), সিমা (৩৫) ও শাহনাজ (২৫)।

থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার চোর, চাঁদাবাজ, সক্রিয় ছিনতাইকারী, মাদক কারবারি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।