শিরোনাম
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে অজ্ঞাত ৮ শহীদ সম্পর্কে তথ্য জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গুলিতে প্রাণ হারানো অজ্ঞাত ৮ শহীদকে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে বেওয়ারিস লাশ হিসেবে দাফন করা হয়েছে। অজ্ঞাতনামা এই শহীদদের ছবি পুলিশ হেডকোয়ার্টার্সে সংরক্ষিত রয়েছে। তাঁদেরকে শনাক্ত করার লক্ষ্যে কারো কাছে কোনো তথ্য থাকলে ০১৩২০০০১২২৩ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।