বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জোহা দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জোহা দিবস পালিত। ছবি: বাসস

রাজশাহী, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ ড. শামসুজ্জোহা দিবস ও শিক্ষক দিবস।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থী-রাজনীতিবিদ ও পেশাজীবীসহ সমাজের নানা শ্রেণির মানুষ।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় সেখানে উপস্থিত ছিলেন- শহীদ ড. শামসুজ্জোহার কন্যা সাবিনা জোহা খান। পরে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন হল, ইনস্টিটিউট, বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সকালে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, যেখানেই অপশাসন, নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন সেখানেই ড. জোহার নাম এসেছে। গত জুলাই আন্দোলনেও রংপুরের শহীদ আবু সাঈদ, জোহা স্যারকে স্মরণ করেছিলেন। অথচ দিবসটি এখনও জাতীয়ভাবে স্বীকৃতি পায়নি। দিবসটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে দাবি জানানোর কথা বলেন তিনি।

বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ড. জোহার কন্যা সাবিনা জোহা খান বলেন, পাঁচ যুগ পরেও শিক্ষার্থীরা যে তার বাবাকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করে এর চেয়ে বেশি কিছু চাওয়া-পাওয়া নেই।