বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৩

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ (বাসস) :হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় আব্দুল মজিদ (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।

তিনি জেলার সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।

স্থানীয়রা জানান, নিহত আব্দুল মজিদ আজ বুধবার ভোর ৫টার দিকে তার নিজ পুকুরে মাছ ধরে বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় রাস্তা পারাপারের সময় লাখাই থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে, তিনি আহত হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য হবিগঞ্জ সদর হাসপাতলের মর্গে প্রেরন করেছে।