শিরোনাম
রংপুর, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম পর্যায়ের শিক্ষিত তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, প্রথম পর্যায়ে ৮৫ হাজার তরুণদের প্রশিক্ষণ দেওয়া হবে, যেন তারা প্রশিক্ষণ শেষে উদ্যাক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করে নতুন বাংলাদেশ গড়ার আস্থা অর্জন করতে পারে। পাশাপাশি তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সৌদি আরবসহ বিভিন্ন দেশ প্রশিক্ষণ প্রাপ্ত লোক নিতে চাহিদা দেখাচ্ছে।
আজ বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনসার ভিডিপি’র জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যতীত বাংলাদেশের অন্য কোন সংস্থার পক্ষে প্রত্যন্ত অঞ্চলে তড়িঘড়ি করে পৌঁছানো ও কাজ করা সম্ভব নয়। তাই আমরা বাহিনীর বিভিন্ন দিক নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এই বাহিনীকে সামনে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক মো. আব্দুস সামাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার আবু মো. সায়েম, ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল্লাহ আল হাদী ও রংপুরের সিভিল সার্জন ডাক্তার মো. মোস্তফা জামাল চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুল ইসলাম।
শেষে ভালো কাজে স্বীকৃতি স্বরুপ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চারজন সদস্যকে চারটি বাইসাইকেল ও অপর ৪০ জনকে ৪০টি ছাতাসহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার কর্মকর্তারা ও রংপুর জেলার আট উপজেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।