শিরোনাম
নওগাঁ, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ফেষ্টুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক আশীষ কুমার ভট্টাচার্য।
পরে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
আলোচনা সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের পরিচালক লুৎফর রহমান, জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম, এনএসআই এর উপ-পরিচালক মোস্তাক আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট নাজমুল আসফাক সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশে সকল স্থানে নিরবে নিভৃতে দেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এজন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। যাতে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা সাবলম্বী এবং সুখী সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখতে পারে।