বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০

নাটোর জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন সম্পন্ন

নাটোর, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নাটোর জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে বিএনপি সমর্থিত রুহুল আমিন তালুকদার টগর সভাপতি এবং মো. শরিফুল হক মুক্তা সাধারণ সম্পাদক নর্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত বার ভবনে ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. মুক্তার হোসেন।

শুধুমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী থাকায় ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে শহীদ মাহমুদ মিঠু ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান পেয়েছেন ৮৫ ভোট। ২৭০ জন ভোটারের মধ্যে ২২০ জন ভোট প্রদান করেন।

সমিতির মোট ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সমিতির নির্বাচিত কর্মকর্তাবৃন্দ হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি এস এম লুৎফর রহমান রাব্বানী, জুনিয়র সহ-সভাপতি রফিক আহম্মদ, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান মিলন, নিরিক্ষণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পাঠাগার সম্পাদক মো. সুদীপ্ত সাওন, ম্যাগাজিন সম্পাদক সাঈদুল ইসলাম, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুর রহমান প্রাং এবং মহিলাবিষয়ক সম্পাদক দিনাই তাছরিন।